ফায়ার সার্ভিসের মহাপরিচালক

শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, আর শঙ্কা নেই

ষ্টাফ রিপোর্টার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, আগুন আর বাড়ার কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় শাহজালালের ৮ নম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, “দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে আসে। তখন থেকেই আগুন নেভানোর কাজ শুরু হয়। আমাদের সঙ্গে বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক ইউনিটও কাজ করেছে। এ পর্যন্ত মোট ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, রাত ৯টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুন সম্পূর্ণ নিভে গেছে কি না তা নিশ্চিত করতে এখনো কাজ চলছে। “আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে, শুধু নির্বাপণের কাজ চলছে,” বলেন তিনি।

আগুনে দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। এছাড়া আনসার বাহিনীর কয়েকজন সদস্যও প্রাথমিকভাবে আহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

তিনি বলেন, “যে স্থানে আগুন লেগেছে, সেটি মূলত আমদানি করা কার্গো সামগ্রী রাখার জায়গা। প্রায় ৪০০ গজ বাই ৪০০ গজ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আমরা খোলা ও বদ্ধ দুই ধরনের জায়গায় আগুন নেভানোর কাজ করেছি।”

আগুনের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তের মাধ্যমে জানা যাবে।”

আগুন নেভাতে বিলম্বের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। খোলা জায়গা হওয়ায় বাতাসে অক্সিজেনের প্রাচুর্য ছিল, যা আগুনকে আরও জ্বলতে সাহায্য করেছে। এজন্য ধোঁয়া অনেক উঁচু পর্যন্ত উঠে গেছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, “আমরা একদিকে আগুন নেভাতে কাজ করেছি, অন্যদিকে মালামাল বের করে আনার চেষ্টা করেছি। কিছু জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনো দেওয়া যাচ্ছে না।”

শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গুদামে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়। দীর্ঘ সাত ঘণ্টা পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর