মতানৈক্য নিয়েই জুলাই সনদ সই আজ

ষ্টাফ রিপোর্টার

রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের মধ্যেই আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে শেষ মুহূর্তেও শর্ত, সংশোধনী ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় রয়েছে একাধিক দল। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম।

বিএনপি জানিয়েছে, তারা জুলাই সনদে সই করবে তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অবশ্যই জুলাই সনদে সই করবো, তবে যেসব বিষয়ে আমরা ভিন্নমত দিয়েছি, সেগুলো লিপিবদ্ধ করা হলে।”

অন্যদিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, সরকারের সম্মানে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তবে সনদে স্বাক্ষর করবে কি না, সেই সিদ্ধান্ত পরে জানাবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশ্য ঘোষণা দিয়েছে, তারা সনদ সই অনুষ্ঠানে অংশ নেবে না। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে দলটি জানায়, “এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি তৈরি হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে।” তবে এনসিপি জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় তারা অংশ নেবে এবং দাবি পূরণ হলে সনদ সইয়ে যোগ দেবে।

বাম ধারার চারটি দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ—বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, তারা সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না। তাদের অভিযোগ, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কিত অংশে বারবার সংশোধনী দেওয়া হলেও তা অন্তর্ভুক্ত করা হয়নি।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, তারা সনদে সই করবে। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, “আমরা চাই স্বাক্ষরের প্রক্রিয়াটি শেষ হোক। তবে আইনি ভিত্তি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও নির্বাচনের আগে গণভোটের দাবিতে আমাদের আন্দোলন চলবে।”

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, আজ আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর হলেও পরবর্তীতেও রাজনৈতিক দলগুলোর জন্য সনদে যোগ দেওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, “যদি কোনো দল পরে সই করতে চায়, তারা যেহেতু সনদ প্রক্রিয়ার অংশীদার, তাই তা করতে পারবে।”

এনসিপির অবস্থান প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “কমিশন তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা কমিশনও স্বীকার করে এবং মেয়াদ শেষের আগেই আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ সুপারিশ দেব।”

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাই উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর করে জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর