৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

ষ্টাফ রিপোর্টার

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

লেনদেন স্থগিতের কারণ হিসেবে ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে উল্লিখিত ব্যাংকগুলোকে অকার্যকর (non-performing) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর জারি করা এক চিঠিতে জানিয়েছে, ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী পরিচালিত হবে। একই সঙ্গে আরেকটি নির্দেশনার মাধ্যমে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে তাদের শেয়ারগুলোর মূল্য কার্যত ‘জিরো’ হিসেবে বিবেচিত হবে। কোনো বিনিয়োগকারীকে এ বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই।”

এই ঘোষণার পর মূলধনবাজারে ব্যাংক খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর