দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এদিকে একদিনে ৫৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ৪৬ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ হাজার ১৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এডিসবাহিত এ রোগে এখন পর্যন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে।









