হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

যুগ এখন প্রযুক্তির, আর দুনিয়া একেবারে ডিজিটাল। এই ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। হঠাৎ করে কারও সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, প্রোফাইল অদৃশ্য হয়ে যাওয়া বা রিপ্লাই না পাওয়া— এমন অভিজ্ঞতা সবারই হয়। স্বাভাবিকভাবেই তখন মনে প্রশ্ন জাগে— তিনি কি আমাকে ব্লক করে দিলেন?

হোয়াটসঅ্যাপ সরাসরি ব্লক সম্পর্কিত কোনও নোটিফিকেশন দেয় না। তবে কিছু স্পষ্ট লক্ষণ দেখে ধারণা করা যেতে পারে আপনি ব্লকড হয়েছেন কি না।

১. লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস দেখা না গেলে

যদি কেউ আপনাকে ব্লক করে, তাহলে তার Last Seen, Online বা Typing… স্ট্যাটাস আপনি আর দেখতে পারবেন না। যদিও ব্যবহারকারী প্রাইভেসি সেটিংসে এগুলো লুকিয়েও রাখতে পারেন— তাই এটিকে নিশ্চিত প্রমাণ বলা যায় না, তবে এটি একটি প্রাথমিক ইঙ্গিত।

২. প্রোফাইল ছবি অদৃশ্য হওয়া বা বদল নাানো

ব্লক করার পর আপনি আর সেই ব্যক্তির প্রোফাইল ছবি (DP) দেখতে পারবেন না। তার জায়গায় ফাঁকা ধূসর আইকন দেখা যাবে। এমনকি তিনি প্রোফাইল ছবি পরিবর্তন করলেও তা আপনার স্ক্রিনে আপডেট হবে না।
হঠাৎ DP অদৃশ্য হয়ে গেলে ব্লকড হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

৩. হোয়াটসঅ্যাপ কল কানেক্ট না হওয়া

ব্লক করা হলে কলে সাধারণত শুধু Calling… দেখাবে, কিন্তু রিং বাজবে না। বারবার চেষ্টা করেও যদি রিং না বাজে, অথচ ইন্টারনেট ঠিক থাকে— তাহলে এটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি ব্লকড।
তবে দুর্বল ইন্টারনেট সংযোগেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে— তাই এটিও শতভাগ নিশ্চয়তা নয়।

৪. মেসেজে শুধুমাত্র একটি টিক দেখানো

এটাই সবচেয়ে স্পষ্ট সংকেত।

হোয়াটসঅ্যাপে—

একটি টিক = মেসেজ পাঠানো হয়েছে

দুটি ধূসর টিক = রিসিভারের ডিভাইসে পৌঁছেছে

দুটি নীল টিক = মেসেজ পড়া হয়েছে

আপনি যদি ব্লকড হন, তাহলে দ্বিতীয় টিক কখনই আসবে না। কারণ আপনার পাঠানো বার্তা সেই ব্যক্তির মোবাইলে পৌঁছাতেই পারবে না।

হোয়াটসঅ্যাপ কোনওদিনই ব্লকড হওয়ার বিষয়টি সরাসরি জানায় না। তাই উপরোক্ত লক্ষণগুলো একসাথে মিলে গেলে বেশ ধারণা পাওয়া যায়, কিন্তু এটি শতভাগ নিশ্চিত হওয়ার উপায় নয়। কারও প্রাইভেসি সেটিংস, ইন্টারনেট সমস্যা বা সাময়িক ব্যস্ততার কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর