বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হন এবং বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষের পর ঢাকা–বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১৫ নভেম্বর) রাতে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হলে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ সময় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে, তবে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।









