সৌদি আরবে ব্যবসা এখন আগের চেয়ে অনেক বেশি সুযোগপূর্ণ—তবে সেইসাথে বেড়েছে আইনি কাঠামো, নীতিমালা আর নজরদারি। আপনি একজন ইনভেস্টর, উদ্যোক্তা, বা কর্মরত প্রফেশনাল যেই হন না কেন, এই বিষয়গুলো আপনার জন্য জীবন-মরণ ব্যাপার হয়ে উঠতে পারে।
চলুন জেনে নিই ব্যবসায়ীদের জন্য ১৩টি গুরুত্বপূর্ণ টপিক—
1. একটিভিটি কোড ভুল? আপনার ব্যবসাই অবৈধ হতে পারে!
“General Trading” লাইসেন্স নিয়ে যদি ফুড বা ফার্মাসিউটিক্যাল পণ্য বিক্রি করেন, তাহলে সেটা আদতে আইনি অপরাধ। শুধু কোড যোগ করলেই হবে না, প্রতিটি খাতের জন্য সুনির্দিষ্ট অনুমোদন প্রয়োজন।
2. GOSI রেজিস্ট্রেশন না করায় ফাইন ও অপারেশনাল বাধা!
যদি কোনো সৌদি কর্মী থাকেন, অথবা আপনি নিজেই ইনভেস্টর আকামা নেন, তাহলে GOSI তে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। না করলে সরকারী সিস্টেমে আপনার রেকর্ড ঝুঁকিতে পড়বে।
3. Power of Attorney (POA) ছাড়া প্রতিনিধি কোনো কাজ করতে পারবেন না
ব্যাংক, কাস্টমস, আদালত—সব জায়গাতেই অফিসিয়াল প্রতিনিধির POA থাকা বাধ্যতামূলক। না থাকলে আপনার কোম্পানির কার্যক্রম থেমে যেতে পারে।
4. MOC-এ ব্র্যান্ড রেজিস্টার না করলে নাম হারিয়ে ফেলতে পারেন
Trademark ছাড়া আপনার কোম্পানি, লোগো বা প্রোডাক্ট একদিন অন্য কেউ রেজিস্টার করে ফেললে আপনার আর কিছু করার থাকবে না।
5. ZATCA তে ভ্যাট রিটার্ন ভুল দিলে শুধু জরিমানা নয়, ব্যবসা বন্ধও হতে পারে
সময়মতো রিটার্ন না দিলে Penalties + Notice + License Freeze হতে পারে। তাই একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট জরুরি।
6. Saudization আইন – ভুল কর্মী রাখলে লাইসেন্স বাতিল
আপনার খাত অনুযায়ী নির্দিষ্ট কোটায় সৌদি নাগরিক নিয়োগ করতে হবে। অন্যথায় ভিজা মরুভূমিতে কোম্পানি হারাতে পারেন।
7. ব্যালেন্স শিট নেই? MISA লাইসেন্স রিনিউ হবে না!
প্রতিবছর ফাইন্যান্সিয়াল অডিট না থাকলে আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে, বিশেষ করে বিদেশি মালিকানার ক্ষেত্রে।
8. “Ejar” সিস্টেমে অফিস/দোকান রেজিস্টার না করলে ব্যাংক একাউন্টও খুলতে পারবেন না
ইজার কনট্রাক্ট শুধু কাগজ নয়—সরকারি প্ল্যাটফর্মে রেজিস্টার করতেই হবে। না হলে CR, Municipality Paper বা Bank Account হবে না।
9. ব্যাংক অ্যাকাউন্ট শুধু পেমেন্টের জন্য নয়—এটা আপনার ভবিষ্যতের প্রমাণপত্র
ভবিষ্যতে আকামা নবায়ন, ইনভেস্টর ফান্ডিং কিংবা সরকারি সহায়তা পেতে ব্যাংক হিস্টোরি হবে আপনার মূল অস্ত্র।
10. Iqama Holder পার্টনারশিপ নিয়ে ঝুঁকি—ভুল করলেই মালিকানা হারানোর আশঙ্কা!
আইন না জেনে নাম ঢোকালে পরে Ownership নিয়ে জটিলতা হয়। তাই কোম্পানি গঠন থেকে আগেই আইনি পরামর্শ নিন।
11. একাধিক CR থাকলে ট্যাক্স ও GOSI কভারেজে জটিলতা আসতে পারে
Multicompany Structure বুঝে না চালালে ট্যাক্স ফাঁদে পড়তে পারেন, রিপোর্টিং ভুল হলে Penalty আসবে।
12. Distributorship দিয়ে নিজের নামেই অন্যদের ইনকাম করান
Licensing + Franchise + Agency Contract মিলিয়ে তৈরি করুন Passive Income স্ট্র্যাটেজি।
13. আপনার মৃত্যুর পর কোম্পানি বাঁচবে কি?
Succession Clause বা Partnership Agreement না থাকলে আপনার পরিবার কোম্পানি থেকেও বঞ্চিত হবে।
তথ্য সুত্রঃ মোহাম্মদ হাসান তাবিব