সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

এর আগে গত ২৯ আগস্ট, শাহবাগ থানার একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জন এবং আরও ১৬ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম।

অন্য আসামিরা হলেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আদালতে আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত সে সময় জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে পরবর্তীতে হাইকোর্ট লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করায় তিনি এখন মুক্তির পথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর