বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা আজ জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। একইসঙ্গে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। সেই ইতিহাসের ধারাবাহিকতায় প্রতিবছর এ দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তারেক রহমান বলেন, “নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার সমন্বয়ে সশস্ত্র বাহিনী আজ জাতির গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।”
বাণীতে তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এ বাহিনীর বীরোচিত ভূমিকা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা সবসময় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা আরও সুদৃঢ় করেছে।”
প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “জাতীয় দুর্যোগ মোকাবিলায় তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”
বাণীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও স্মরণ করেন। তারেক রহমান বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। তার সময়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার সরকারও এ বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি বীরশ্রেষ্ঠ সাত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, নূর মোহাম্মদ শেখ ও মুন্সী আব্দুর রউফকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
শেষে তিনি সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন।









