তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের সীমান্তে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হলেও, শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। সূত্র : রয়টার্স
কূটনৈতিক সূত্র জানায়, আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতা করলেও উভয় পক্ষ নিজেদের অবস্থান থেকে সরেনি। বৈঠক শেষে আফগান ও পাকিস্তানি প্রতিনিধিরা পরস্পরকে ব্যর্থতার জন্য দায়ী করেন।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি জানানো হয়, আফগান তালেবানকে পাকিস্তান তালেবান (টিটিপি) এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে হবে। তবে তালেবান প্রতিনিধি দল জানায়, টিটিপি বা অনুরূপ গোষ্ঠীগুলোর ওপর তাদের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই।
গত সপ্তাহে দুই দেশের সীমান্তে সংঘর্ষে ডজনখানেক নিহত ও শতাধিক আহত হন। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেন, “ইস্তাম্বুলে সমঝোতা ব্যর্থ হলে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং যুদ্ধের ঝুঁকি বাড়বে।”
ইসলামাবাদ দাবি করেছে, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন এবং আফগান দিকের ২৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে।









