সন্ধ্যা সাতটায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা : প্রধান নির্বাচন কমিশনার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় অবশেষে স্পষ্ট সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি জানিয়েছেন, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এর আগে প্রক্টর ও কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও সবাই সহযোগিতা করেছে। আশা করছি দেরি আর হবে না।”

একইভাবে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও দুপুরেই ফলাফল ঘোষণা সম্ভব হতে পারে বলে জানিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানও রাতের মধ্যেই ফল প্রকাশের আশা করেছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও তা এখনও চলমান। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন।

প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে প্রার্থী না থাকায় সেসব পদে নির্বাচন হয়নি। ৬৭টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাত্র ২৪টি পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর