শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না জেড আই খান পান্না

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আর আইনি লড়াই করবেন না বলে ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ভিডিওতে তিনি বলেন, ‘যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়ব না। এই ভিডিওবার্তায় বিষয়টি স্পষ্টভাবে জানাচ্ছি।’ তিনি আরও জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার আনুষ্ঠানিক চিঠি তিনি এখনও পাননি। চিঠি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন।

জেড আই খান পান্না বলেন, ‘সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি সেই মামলায় তার পক্ষে লড়ব।’

এ ছাড়া দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর