১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ফেল করা শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তাঁরা এই বিক্ষোভ মিছিল শুরু করেন । তাদের দাবি, তাঁদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।
আন্দোলনকারীরা বলেন, শাহবাগ থেকে মিছিল নিয়ে তাঁরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন ।
আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাঁদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।