শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ

ষ্টাফ রিপোর্টার

শান্তি চুক্তি সত্ত্বেও আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সেখানে পৌঁছে কার্যক্রম শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারসহ স্লেজিং ও বুলিংকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস— ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’— ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

ঘটনার পর পুরো সায়েন্স ল্যাব এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *