অপু বিশ্বাস

শাকিব ছাড়া লগ্নি করতে চায় না কেউ, এটা সুসংবাদ নয়

বিনোদন প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক হিসেবে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত শাকিব খান। এক যুগের বেশি সময় ধরে তিনি একাই ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন—এটিকে অনেকেই ইতিবাচকভাবে দেখলেও চিত্রনায়িকা অপু বিশ্বাস মনে করেন, এই ‘শাকিব-নির্ভরতা’ চলচ্চিত্রের জন্য কোনোভাবেই সুসংবাদ নয়। তার মতে, নামি প্রোডাকশন হাউসগুলোর অন্য নায়কদের প্রতি অনাগ্রহ ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ঢালিউডের বর্তমান অবস্থা ও নায়ক–নির্ভরতার প্রবণতা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন এই জনপ্রিয় নায়িকা।

অপু বিশ্বাস বলেন, “বহু বছর ধরে দেখা যাচ্ছে, শাকিব খান ছাড়া প্রোডাকশন হাউসগুলো তেমনভাবে কাজ করতে আগ্রহী নয়। এটা কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে নতুন উদ্যোগ ও নতুন মুখকে স্বাগত জানানো জরুরি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রলের শিকার হওয়া নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। তবে তিনি কোনো অভিযোগ না করে বরং সমালোচকদের প্রতি অনুরোধ জানান ইতিবাচক সমালোচনা করার।

তার ভাষায়, “আজকের এই সামাজিক ভাইবের মাধ্যমে একটা কথা বলতে চাই—আমাকে নিয়ে অবশ্যই বুলিং করতে পারেন, কিন্তু সেটা যেন হয় ‘পজিটিভ বুলিং’। এমন বুলিং বা সমালোচনা, যেটা আমাদের শেখায়, সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।” তিনি দর্শক ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে ইতিবাচক বার্তা ছড়িয়ে যায়।

ইন্ডাস্ট্রির শাকিব-কেন্দ্রিক চিত্র থেকে বেরিয়ে আসতে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অপু বিশ্বাস। বিশেষভাবে ‘এম কে প্রোডাকশন’-এর উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

অপু বলেন, “এম কে প্রোডাকশনকে ধন্যবাদ জানাই। যখন ইন্ডাস্ট্রির অবস্থা এমন যে শাকিব ছাড়া কেউ লগ্নি করতে চায় না, তখন যারা নতুন করে প্রযোজনায় আসছেন, তারা এই অচলায়তন ভাঙার চেষ্টা করছেন। তাদের প্রতি সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া আমাদের সবার দায়িত্ব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর