শাকিব খান ও মিষ্টি জান্নাত

এক্সক্লুসিভ

শাকিব খানের প্রেমে জড়িয়েছেন মিষ্টি জান্নাত?

অপু বিশ্বাস এবং শবনম বুবলীর পর ঢালিউড কিং শাকিব খানের প্রেমে জড়িয়েছেন চলচ্চিত্র নায়িকা মিষ্টি জান্নাত। বেশ কিছুদিন ধরেই ঢালিউডের বাতাসে উড়ছে এমন খবর। আর সম্প্রতি মিষ্টি জান্নাতের একের পর এক ফেসবুক পোষ্ট সে খবরকে আরও জোড়ালো করছে।

বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি। ছবির ক্যাপশনে লেখেন ‘সেই ১ম বার’। সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি। এই সংক্ষিপ্ত বাক্যেই তৈরি হয়েছে রহস্যের জট। অনেকেই ধরে নিচ্ছেন, এটি কোন নতুন সম্পর্কের ইঙ্গিত।

এর আগে ঠিক একমাস আগে গত ২ জুন বিমানে শাকিবের সঙ্গে তোলা দুইটি সেলফি প্রকাশ করেছিলেন তিনি। সেই ছবির ক্যাপশন ছিল, ‘লাভ লাভ’—যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, এই দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।

এসব নিয়ে মিষ্টি এক সাক্ষাৎকারে বলেন, শুধু সেলফি না, আমরা তো পুরোদিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌঁড়ে গিয়ে শাকিবকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার যদি ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি ২৫ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার, এতে সমস্যা কোথায়।

উল্লেখ্য, শাকিব নাকি এবার পরিবারের পছন্দে এক ডাক্তার পাত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চলেছেন। এমন সময়ে মিষ্টির সঙ্গে তার ছবি সেই গুঞ্জনে যেন আরও ঘি ঢালছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *