শাকিব খানের জন্য ভারতীয় সিনেমা ছাড়লেন তিশা

বিনোদন প্রতিবেদক

কলকাতার আলোচিত সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এ অভিনয়ের কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। কিন্তু হঠাৎই খবর ছড়িয়ে পড়ে— সিনেমাটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এই খবরে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। নানা গুঞ্জনের মাঝে অবশেষে নীরবতা ভাঙলেন তিশা, জানালেন তার সিদ্ধান্তের আসল কারণ।

তানজিন তিশা স্পষ্ট করে জানিয়েছেন, সিনেমাটি থেকে তাকে বাদ দেওয়া হয়নি; বরং নিজের ইচ্ছাতেই তিনি কাজটি ছেড়ে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, একই সময়ে দুটি সিনেমার শুটিং নির্ধারিত ছিল, আর তিনি চেয়েছেন বাংলাদেশি সিনেমা দিয়েই তার চলচ্চিত্রজীবনের অভিষেক ঘটুক— সেটিও দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে।

অভিনেত্রী বলেন, “কিছু সংবাদমাধ্যমে আমার সঙ্গে কথা না বলেই এমন খবর প্রকাশ করেছে, যা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমি সবসময় মনে করি সাংবাদিকরা আমার সহকর্মী— তারা যদি আমাকে নিয়ে কিছু লেখেন, অন্তত আমার বক্তব্যটা জেনে লিখলেই ভালো হতো।”

এর আগে ‘ভালোবাসার মরশুম’ নির্মাতা সূত্রে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভিসা জটিলতার কারণে তিশা শুটিংয়ে অংশ নিতে পারেননি, ফলে তার পরিবর্তে নেওয়া হয়েছে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। তবে তিশা জানালেন, কোনো জটিলতা নয়, বরং এটি ছিল তার পরিকল্পিত সিদ্ধান্ত।

এদিকে, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তানজিন তিশার অভিষেকের আলোচনা চলছিল। অবশেষে সেই গুঞ্জন বাস্তব রূপ পাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও তানজিন তিশা।

দেশপ্রেমনির্ভর ভিন্নধর্মী কাহিনিতে নির্মিত এই সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন তানজিন তিশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর