বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঢাকাগামী টিপু-১৩ লঞ্চে আটক রেখে দুই লাখ টাকা চাঁদার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দুজনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেছেন।
গত ৮ আগস্ট ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে টিপু-১৩ লঞ্চে এ ঘটনা ঘটে। তবে ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন গতকাল সোমবার (১৮ আগষ্ট)।
জানা গেছে, অভিযুক্তের নাম মো. মিরাজ। সে পৌরসভা ৮নং ওয়ার্ডের মোতাহার হোসেন ও মো. আলাউদ্দিন বেপারী দক্ষিণ নাজিম উদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের হোসেন বেপারীর ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়ি উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ঢাকায় যাওয়ার জন্য টিপু-১৩ লঞ্চে ৩৮৫ রুমে অবস্থান করেন ওই ছাত্রী। এ সময় তারই এলাকার বড়ভাই একই লঞ্চের ৩০৮ রুমে অবস্থান করেন। ওই বড় ভাই তার রুমে আসেন এবং দরজা খোলা রেখে তার সঙ্গে কথা বলেন। বিকাল ৬টার দিকে অভিযুক্ত মিরাজ ও আলাউদ্দিন বেপারী তার রুমে গিয়ে বলে, ‘তোমরা অসামাজিক কাজ করেছো’- এই বলে তারা ভিডিও ধারণ করে এবং ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের দুজনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
ভুক্তভোগী বলেন, আমরা টাকা দিতে অস্বীকার করলে মিরাজ ও আলাউদ্দিন বেপারী আমাদের দুজনকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। মিরাজ আমার চুল ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে। এ সময় মিরাজ আমার গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে যায় এবং আমার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।