রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছেন।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, “আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। খোলামেলা আলোচনা হবে, তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান।

যদিও বৈঠকের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, জরুরি রাজনৈতিক কিছু বিষয় নিয়েই আলোচনা হবে। সূত্রের তথ্যমতে, আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসন, এবং অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর