মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ষ্টাফ রিপোর্টার

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি বর্তমানে গভীর বিভ্রান্তি ও জটিলতার মধ্য দিয়ে অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকার সকলের সমর্থনে গঠিত হলেও রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে কতদূর অগ্রসর হয়েছে—এ বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

তিনি আরও বলেন, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু একটি মহল দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।

নির্বাচন বিলম্ব না করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকারের প্রতিফলন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, আর এসব সংকটের স্থায়ী সমাধান নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।

তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। একটি গোষ্ঠী এ পরিস্থিতিকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ কারণেই জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন ফখরুল।

মওলানা ভাসানীর আদর্শ স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা ও কল্যাণমূলক রাষ্ট্রের যে স্বপ্ন ভাসানী দেখেছিলেন তা পূরণ হয়নি। ভাসানীর সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, ভাসানী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আশীর্বাদ করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে তার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর