রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী অঞ্চলে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর দুই দিন আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মাত্রা ছিল ৪.২। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় বেশিরভাগ মানুষ সেটি অনুভব করতে পারেননি। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।









