রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালিত হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে তারা ঢাকায় এসেছিল। পরে গোয়েন্দা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

জানা গেছে, আগামী ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় সমবেত হচ্ছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ও ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়।

গত কয়েক দিনে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কয়েকজন সাবেক পৌর মেয়র, উপজেলা পর্যায়ের নেতা এবং সহযোগী সংগঠনের সক্রিয় কর্মীরা।

ডিবি কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ১৩ নভেম্বরকে ঘিরে রাজধানীতে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর