রেজাউল ইসলাম তরফদার (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে যশোরের সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নিহত রেজাউল ইসলামের বিরুদ্ধে দশটিরও অধিক মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে আসামি আটকের অভিযান শুরু হয়েছে।