চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (২৮) নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায় দুর্বৃত্তরা নয়নকে চাপাতি দিয়ে দুই হাত ও দুই পায়ে কোপাতে থাকে। তাকে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে নয়নের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত নয়নকে প্রথমে স্বজনরা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, নয়ন যুবদলের স্থানীয় কর্মী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ইসারুল ইসলাম তুষার বলেন, নয়নের দুই হাত ও পায়ে গুরুতর জখম ছিল। সেখান থেকে দ্রুত রামেকে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নয়নের রাজনৈতিক পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









