যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা ইসরায়েলের, নিহত ২৮

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলায় চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৭৭ জন আহত হয়েছেন। এ হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার সকালে দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে আল-মাওয়াসি এলাকায় লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। গাজা সিটিতে শুজাইয়ার পূর্বাংশে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি জংশন এবং জেইতুন এলাকার একটি ভবনেও বোমাবর্ষণ করা হয়। জেইতুনের ওই ভবনে এক দম্পতি ও তাদের তিন সন্তানসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় বোমাবর্ষণ কখনোই পুরোপুরি থামেনি। যুদ্ধ এখনো চলছে, আর প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে।’

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খান ইউনুস এলাকায় তাদের বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই হামাসের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

দখলদার দেশটির সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় তারা ‘দৃঢ় পদক্ষেপ’ নিতে থাকবে।

হামাস এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল ‘অত্যন্ত দুর্বল ও স্পষ্ট মিথ্যা’ অজুহাতে হামলা চালিয়েছে। সংগঠনটির ভাষ্য, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা পুনরায় শুরু করার পথ খুঁজছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর