যুক্তরাষ্ট্রের একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ঘটেছে এ ঘটনা। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার দুইদিন পর এই হামলার ঘটনা ঘটলো। প্রাথমিক পর্যায়ের বেসরকারি স্কুলটিতে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি আনানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে সংযুক্ত এবং উভয়ই মিনেসোটার সবচেয়ে বড় শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অবস্থিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো পোশাক পরে ছিলেন এবং তার হাতে ছিল একটি রাইফেল। এ ঘটনার বিস্তারিত নিয়ে বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা যখন সকালবেলার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিল ঠিক তখনই হামলাকারী গুলি চালাতে শুরু করে।
হামলার পর উদ্বিগ্ন অভিভাবকরা পুলিশের হলুদ টেপের নিচ দিয়ে মাথা নিচু করে স্কুলের ভেতরে ঢুকছেন এবং শিক্ষার্থীদের বের করে আনছেন।