মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

ষ্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এদিকে একই আসনে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্র জানায়, তরুণ ভোটারদের মধ্যে সাদিক কায়েমের গ্রহণযোগ্যতা, শিক্ষাঙ্গনে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এবং স্থানীয় সংগঠন পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় তাকে তালিকার শীর্ষে রাখা হয়েছে। যদিও দলটি এখনও আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেনি।

এর আগে এ আসনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল জামায়াত, এবং তিনি ইতোমধ্যে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে নামার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তিনিও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *