গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শেষ জিরাফটিও মারা গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিরাফটির মৃত্যু হয়। এর ফলে পার্কটি এখন সম্পূর্ণ জিরাফশূন্য হয়ে পড়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে পার্কের শেষ জিরাফটি টিবি (যক্ষ্মা) রোগে আক্রান্ত ছিল। তাকে চিকিৎসা দেওয়ার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর সন্ধ্যায় প্রাণীটি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের বিনোদনের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৩ ও ২০১৫ সালে মোট ১২টি জিরাফ আনা হয়েছিল। পরে দেশে জন্ম নেয় আরও চারটি জিরাফ। তবে ২০১৮ সাল থেকে ধীরে ধীরে রোগে আক্রান্ত হয়ে একে একে ১৪টি জিরাফ মারা যায়। গত বছর মারা যায় একটি নারী জিরাফ, আর সর্বশেষ ২৩ অক্টোবর মারা যায় পার্কের শেষ জিরাফটি।
ফলে গাজীপুর সাফারি পার্কে এক যুগ পর জিরাফ প্রজাতির উপস্থিতি এখন সম্পূর্ণরূপে বিলুপ্ত হলো।









