মহাসমাবেশ থেকে পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দেশব্যাপী বিভিন্ন দপ্তরের অসংখ্য কর্মচারী এতে অংশ নেন।

মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, ‘প্রতি পাঁচ বছর অন্তর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও ২০১৫ সালের পর কোনো বৃদ্ধি হয়নি। গত দশ বছরে নিত্যপণ্যের দাম বহুগুণ বাড়লেও কর্মচারীদের বেতন সে তুলনায় স্থবির। ফলে জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’
তিনি আরও জানান, বিভিন্ন সংগঠনের ব্যানারে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন।

আবু নাসির খান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নবম পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টার ‘আগামী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে’—এমন মন্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।

তিনি জোর দাবি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল চূড়ান্ত করে আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন করবে।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মচারীদের দাবি আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের কয়েক হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী মহাসমাবেশে অংশ নেন।

মহাসমাবেশে আরও বক্তব্য দেন— মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর