মহাসড়কে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–খুলনা ও বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে রেখেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় দলীয় কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঢাল, তলোয়ার, রামদা, শরকি, কাটরা ও টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবরোধের কারণে ঢাকা–খুলনা এক্সপ্রেসওয়ে এবং ফরিদপুর–বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপুলসংখ্যক যাত্রী ও পরিবহন শ্রমিক দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বলেন, “ভাঙ্গার তিনটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *