ভোটার না হয়েও যেভাবে প্রার্থী হতে পারবেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের কোনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। তবে আবেদন করলে এবং নির্বাচন কমিশন (ইসি) অনুমোদন দিলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘কমিশন সিদ্ধান্ত নিলে তিনি ভোটার হতে পারবেন। ভোটার নিবন্ধন আইনের বিধান অনুযায়ী, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করলে যেকোনো নাগরিক পরবর্তীতে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পান। তারেক রহমানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর