পাকিস্তানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার ভোরে লোরালাই ও আশপাশের এলাকায় হালকা কম্পন হলে আতঙ্কে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসেন। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানিয়েছে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি)।—খবর জিও নিউজ।
এনএসএমসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। কেন্দ্রস্থল ছিল লোরালাইয়ের দক্ষিণ-পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে। কম্পনের পর প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সিবি এলাকায় ৩ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দু’টি ক্ষেত্রেই বড় কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে জিয়ারাত ও আশপাশের এলাকায় ৫ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। ৮ নভেম্বরের ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোয়েটা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে। সেক্ষেত্রেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জিয়ারাত অঞ্চলে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ২০০৮ সালে। সে সময় ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৫০০ জন আহত হন। পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়; শত শত বাড়িঘর ও সরকারি ভবন বিধ্বস্ত হয়। বাধ্য হয়ে ১৫ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল।









