ভারতে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনার প্রীতি ম্যাচ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনার প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। ফলে অনেক ফুটবলপ্রেমীর আশা—ভারতের মাটিতে লিওনেল মেসিকে মাঠে দেখা—এখনই পূরণ হচ্ছে না।

প্রথমে নির্ধারিত ছিল, ১৭ নভেম্বর ভারতের কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। কিন্তু ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে।

ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, ফিফার অনুমোদন না আসায় নভেম্বরের উইন্ডোতে ম্যাচটি আয়োজন সম্ভব হচ্ছে না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হবে।

অ্যান্টো অগাস্টিন বলেন, “ফিফার অনুমোদনে দেরি হওয়ায় ম্যাচটি স্থগিত করতে হয়েছে। আমরা এএফএর সঙ্গে পরবর্তী উইন্ডোতে নতুন তারিখ নির্ধারণে কাজ করছি। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, লিওনেল স্কালোনির নেতৃত্বে জাতীয় দল নভেম্বর মাসে স্পেন সফরে যাবে অনুশীলনের জন্য। এরপর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে দলটি। ম্যাচ শেষে খেলোয়াড়রা দক্ষিণ আমেরিকায় ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।

যদিও দল হিসেবে আর্জেন্টিনার ভারত সফর স্থগিত হয়েছে, তবে লিওনেল মেসি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যক্তিগতভাবে ভারত সফর করবেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর