সাকিব আল হাসান

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, তবে গড়লেন রেকর্ড

ব্যাটিংয়ে নেমে করতে পারলে না রান, বল হাতেও মিলল না উইকেট। তবু রেকর্ড করে ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটের পোষ্টারবয় সাকিব আল হাসান। গায়ানায় গ্লোবাল সুপার লিগে এমনই এক ব্যাটে-বলে ব্যর্থতার দিনে নতুন এক মাইলফলকে পৌঁছে গেলেন এই অলরাউন্ডার।

দুবাই ক্যাপিটালসের হয়ে এদিন ১০ বলে করেন মাত্র ৭ রান, বল হাতে ছিলেন উইকেটশূন্য। অথচ এই লিগেই প্রথম ম্যাচে খেলেছিলেন দুর্দান্ত—অপরাজিত ৫৮ রানের পাশাপাশি নিয়েছিলেন ৪ উইকেট। এক দিনের ব্যবধানে সাকিবের পারফরম্যান্স যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। তবু এই নিষ্প্রভ দিনেই ঢুকে গেলেন একটি অনন্য ক্লাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে (আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে) ৭৫০০ রান ও ৪৫০ উইকেটের মালিক এখন সাকিব। এই মাইলফলক ছুঁয়েছেন ৪৪৯ ম্যাচে। এত দ্রুত এই মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব নেই আর কারও। এই ক্লাবে এর আগে ছিলেন কেবল আন্দ্রে রাসেল, তবে তাকে খেলতে হয়েছিল ৪৯৮টি ম্যাচ।

সাকিবের রেকর্ড স্পর্শের মুহূর্তটিও ছিল দারুণ নাটকীয়। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে এই মাইলফলকে পৌঁছান সাকিব। ক্রিকেটবিশ্বে সেরা অলরাউন্ডার লড়াইয়ে দীর্ঘদিন ধরেই একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাকিব ও নবী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *