বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদকআসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল  সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে বুলবুল জানান যতটা সম্ভব দেশের সেবা করতে চান তিনি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করব। আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করব। বিসিবিতে সভাপতি সরাসরি নির্বাচিত হন না। নির্বাচনের মাধ্যমে পরিচালকরা প্রথমে নির্বাচিত হন। তাই আমার প্রথম লক্ষ্য থাকবে এটির অংশ হবার চেষ্টা করা।’

বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

এনএসসি ফারুকের পরিচালক পদ প্রত্যাহার করলে গত ৩০ মে বিসিবির সভাপতি হন বুলবুল। তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজন অনুসারে দেশের ক্রিকেটের জন্য আরও কাজ করতে চাই।’

বিসিবি পরিচালনা পর্যদ ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে। এরমধ্যে ১০ জন পরিচালক আঞ্চলিক ও জেলা ক্রিকেট এসেসিয়েশনের কাউন্সিলরশিপ বিভাগ থেকে এবং ১২ জন ঢাকা মেট্রোপলিস ক্লাবের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।

একজন পরিচালক ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন। অন্যদিকে ক্রিকেট বোর্ড থেকে দু’জন মনোনীত করার ক্ষমতা রাখে এনএসসি। পরিচালকরা সংবিধান অনুসারে সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট দেবেন।

এদিকে বিসিবির সভাপতি পদে নির্বাচনের কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

শিগগিরই বিসিবি তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। যেখানে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *