সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা।
ফিল্ডিংয়ে রেকর্ড গড়ে নজর কাড়ার পর ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম । এক ম্যাচে পাঁচ ক্যাচ নিয়ে পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে বিরল কীর্তি গড়ার পর ৩৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওপেনার ইমন করেন ২৬ বলে ৩৩ রান। লিটন দাস ৭ রান করেই ফিরেন, সাইফ হাসান আউট হন ১৯ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং ২৭ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলে দলকে ভালো অবস্থায় এনে দেন। তবে তাকে আউট করে ব্রেকথ্রু এনে দেন রিশাদ হোসেন, আর ক্যাচটি নেন সাইফ হাসান।
স্টার্লিং আউট হওয়ার পর আর কেউই বড় ইনিংস গড়তে পারেননি। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করলেও হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানিদের ব্যাট নীরবই ছিল। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা, ফলে চাপে পড়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে সফরকারীদের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম শিকার করেন ২ উইকেট। একটি করে উইকেট যোগ করেন মেহেদী হাসান ও সাইফুদ্দিন।









