‘তৌহিদী জনতা’র ব্যানারে হামলা, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন মোড়ে জীবনমহল নামে একটি বিনোদন পার্কে।
বৃহস্পতিবার বিকেল ৩টার এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় পাঁচটি মোটরসাইকেল। হামলার এক পর্যায়ে পার্কের মেডিটেশন সেন্টারে অগ্নিসংযোগ করা হয়।
পার্কের মালিক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত ১৭ আগস্ট তাঁর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর পর থেকে বিভিন্ন অপপ্রচার ছড়ানো শুরু হয়। পার্কে হামলার খবর শুনে স্থানীয়রা প্রতিবাদে অংশ নেন। তবে অপর পক্ষ ট্রাকে পাথর ও লাঠিসোটা এনে পরিকল্পিতভাবে হামলা চালায়।
তৌহিদী জনতার পক্ষে হাফিজুর রহমান দাবি করেন, আনোয়ার হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কাজ এবং দরবার শরিফের নামে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। তারা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলেন। তবে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা তাদের সাতজনকে আহত করেছে।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন সাংবাদিকদের বলেন, কয়েক দিন আগে সেখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালায়। মামলা করা হয়, জরিমানাও হয়েছে। আজ (বৃহস্পতিবার) স্থানীয়রা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দেন। তারা কোনো ঝামেলায় না জড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে আনোয়ার বাইরে থেকে লোক এনে তাদের ওপর ঢিল ছুড়েছেন। তখন তারাও আক্রমণ করেছেন। তিনি বলেন, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে কিংবা মামলা করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।