ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ডিসেম্বরেই নতুন একটি রোমান্টিক–অ্যাকশন–থ্রিলার ঘরানার ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেতা আদর আজাদ। এই ব্যস্ততা ও নতুন কাজের প্রস্তুতির মাঝেই সম্প্রতি তিনি নতুন ছবি, পেশাগত জীবন এবং সোশ্যাল মিডিয়ার আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্টভাবে বলেন, পেশাগত পরিসরে তিনি ব্যক্তিগত বিষয় তুলে আনতে চান না। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় একই বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি হওয়ায় কোনোকিছু এমনভাবে বলতে চান না যাতে তাকে আবার সমালোচনার মুখে পড়তে হয়।
অপু বিশ্বাসের ভাষায়, “এমন কোনো মন্তব্য আমি করব না যা থেকে নতুন করে বিতর্ক তৈরি হবে এবং বারবার আমার দিকেই আঙুল তোলা হবে। তাই এমন প্রশ্ন বা বিষয় এড়িয়ে চলাই ভালো, যা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করে।”
সৌন্দর্যের রহস্য কী— এমন প্রশ্নে তিনি হেসে বলেন, “আমি মনে করি মানুষ ভালোবাসা পেলেই সুন্দর হয়। আমার ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি বলেই হয়তো আমি সবার কাছে সুন্দর লাগি।”
একপর্যায়ে এক সাংবাদিক তার ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। জবাবে অপু বিশ্বাস পাল্টা প্রশ্ন করেন— “আচ্ছা, বাবা–ছেলের সম্পর্ক কি প্রশ্ন করার মতো বিষয়?”
পরে তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, শাকিব খান নিজেই তাকে পরামর্শ দিয়েছেন যাতে ব্যক্তিগত জীবনকে কাজের জায়গায় না টানা হয়। অপু বিশ্বাস বলেন, “আপনারা যে নামটি বললেন, তিনি দেশের একজন স্বনামধন্য অভিনেতা। তিনি যখন গণমাধ্যমের মুখোমুখি হন, তখন তার কাজের জায়গাটাই সামনে আনেন। সেই দৃষ্টিকোণ থেকে আমাকেও বলেছেন— ‘ক্যামেরার সামনে গেলে তুমি শুধুই অপু বিশ্বাস। তোমার প্রফেশনকে তুলে ধরো, ব্যক্তিগত বিষয় নয়।’”









