বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞে দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। কমিশনের দাবি, ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
রোববার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
কমিশনের সদস্যরা হলেন—মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), যুগ্ম সচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি (অব.) ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। আপনাদের কাজ সেই অন্ধকার দূর করতে সহায়তা করেছে। ইতিহাসের এ ভয়াবহ ঘটনাকে ঘিরে যে বহু প্রশ্ন ছিল—এই তদন্ত তা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কমিশন প্রধান ফজলুর রহমান জানান, ১৬ বছর আগের ঘটনার অনেক আলামত নষ্ট হয়ে যাওয়ায় তদন্ত কঠিন ছিল। সংশ্লিষ্ট অনেকেই এ সময়ের মধ্যে বিদেশে চলে যান। তিনি বলেন, “আমরা শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছি। সাক্ষীদের দীর্ঘসময় শুনেছি, পূর্ববর্তী তদন্ত প্রতিবেদনসহ সব উপকরণ সংগ্রহ করেছি।”
তিনি দাবি করেন, তদন্তে ঘটনাটির সঙ্গে বহিঃশক্তির সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার ‘শক্তিশালী ইঙ্গিত’ পাওয়া গেছে।
কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এ হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল। সাবেক এমপি শেখ ফজলে নূর তাপসকে প্রধান সমন্বয়কারীর ভূমিকায় পাওয়া গেছে।” তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের কিছু ব্যক্তি জড়িতদের রক্ষায় ভূমিকা রেখেছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অনুমোদন’ ছিল বলে তাদের বিশ্লেষণে উঠে এসেছে।
তিনি আরও বলেন, “ঘটনার দায় তৎকালীন সরকারপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থারও গুরুতর ব্যর্থতা ছিল।”
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।









