বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন মারা গেছেন। রোববার রাত ২টার দিকে চিম্বুক এলাকার রাংলাই ম্রো হেডম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রাংলাই ম্রো পাড়া হেডম্যান (মৌজা প্রধান) ও সাবেক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, রোববার রাত দুইটার দিকে ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে নিকটবর্তী বাড়ির বিদ্যুতের তারে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে রওলেং ম্রো (৩৬) ও তার মেয়ে তুমলে ম্রো (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে পাশের বাড়ির উরকান ম্রোও (৭১) বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে রাতেই জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, রোববার রাত দুইটার দিকে বিদ্যুতের তারে আগুন লেগে তাদের মৃত্যু হয়েছে। মা ও মেয়ের লাশ আনতে ঘটনাস্থলে পুলিশ গেছে। জীবিত মনে করে রাতে একজনকে হাসপাতালে আনার পথে মারা গেছে।