সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সিরাজুল ইসলাম মণ্ডল (২৯) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচর কৈজুরি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।
নিহতের ভাই আজিজুল ইসলাম জানান, সিরাজুল দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তিনি কোনো বন্ধুর বাড়িতে গেছেন। কিন্তু বুধবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার সময় রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, “বাড়ি থেকে ডেকে নিয়ে এমন নির্মমভাবে হত্যা আমাদের সবাইকে হতবাক করেছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, “ঘटनাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।”









