বরিশালের কাশিপুরে বিআরটিসি বাসের ধাক্কায় বাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এ বি এম জসিম উদ্দীন পটুয়াখালী জেলার টেলিখালি এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জসিম পটুয়াখালী থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ওই এলাকায় বিআরটিসির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসিমের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।