Bongo vobon

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সিইসিসহ কমিশনাররা

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে সিইসি ও অন্যান্য কমিশনাররা নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

নিয়ম অনুযায়ী, জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে নির্বাচন প্রক্রিয়া, সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করে। এরপর প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করেন।

ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “তপশিল ঘোষণার সব প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। আসন বিন্যাস, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপন, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন, মনিটরিং সেল ও আইনশৃঙ্খলা সেল—এসব বিষয়ে প্রয়োজনীয় ২০টির মতো পরিপত্র প্রস্তুত আছে।”

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহিমান এল মাছউদ বলেন, “তপশিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ইসির দায়িত্ব নয়। তবে তপশিল ঘোষণার পর সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না।”

সিইসি ও কমিশনারদের বঙ্গভবন সফরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *