ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ষ্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠক, যেখানে বিচার বিভাগের নীতি ও প্রশাসনিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর