কক্সবাজারের একটি হোটেল কক্ষে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সৌরভ (২৫) নামে এক পর্যটক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাতলীর সাগরপাড় এলাকায় অবস্থিত হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। তিনি সিলেট পৌরসভার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, প্রেমিকার সঙ্গে মনোমালিন্য থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভিডিও কলে থাকা অবস্থায় সৌরভ ফাঁস নেন।
তিনি বলেন, “ঘটনার পর সৌরভের প্রেমিকা তার বন্ধুদের ফোনে বিষয়টি জানান। বন্ধুরা হোটেলে গিয়ে দরজা বন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।”
ওসি আরও জানান, সৌরভ এর আগেও অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









