পেট্রোল বোমার আগুনে পুড়লো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

বরগুনা প্রতিনিধি

বরগুনার সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি হাতে পেট্রোল বোমা নিয়ে স্মৃতিস্তম্ভের সামনে আসে। তাদের মধ্যে একজন বোমায় আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “দে”, পরে আরেকজন বলে, “চল চল”, এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ভিডিওটি প্রথমে ফেসবুকে পোস্ট করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। তিনি দাবি করেন, বরগুনা সার্কিট হাউসের সামনে অবস্থিত জুলাই স্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় কারা জড়িত তা শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও জানান, “নাশকতা প্রতিরোধে সদর থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *