পুরান ঢাকায় আবারও বাসার সিঁড়িতে শিক্ষার্থীর লাশ

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর পুরান ঢাকায় আবারও বাসার সিঁড়ি থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বংশালের আগামসিহ লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সজিব (১৯)। তিনি সম্প্রতি আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার চারতলার সিঁড়িতে সজিবের মরদেহ পড়ে ছিল। তার গলায় জিআই তার পেঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এসআই আরও বলেন, “যে বাসায় মরদেহ পাওয়া গেছে সেটি আংশিকভাবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। চারতলায় শুধু একটি পরিবার থাকত। ঘটনাস্থলে যাওয়ার সময় চারতলার দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল।” মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিব কয়েক দিন আগে তাবলিগ জামাতে অংশ নিতে দোহার গিয়েছিল। গতকালই সে বাসায় ফিরে আসে। শনিবার বেলা তিনটার দিকে বাসা থেকে বের হয়, এরপর বিকেলে তার মৃত্যুর খবর আসে।

তিনি আরও বলেন, “যে বাসায় মরদেহ পাওয়া গেছে, সেখানে সজিবের প্রেমিকা খাদিজা থাকত। খাদিজার বাবার মৃত্যু হয়েছে, তবে ঘটনার পর থেকে তাদের পরিবার পলাতক। সজিবের সঙ্গে খাদিজার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু তার মামারা এ সম্পর্ক মেনে নিচ্ছিলেন না।”

পরিবারের অভিযোগ, খাদিজার দুই মামা—ইকবাল ও কামাল—মিলে সজিবকে হত্যা করেছেন।

উল্লেখ্য, এর আগে ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার মরদেহ একইভাবে একটি বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। সেই ঘটনাটিও ‘ত্রিভুজ প্রেমজনিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছিল ডিএমপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর