সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে পাথর চুরির ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে নেওয়া এই সিদ্ধান্তের আওতায় এলাকাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ও অভিযান চালানো হবে।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এলাকাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ও অভিযান চালানো হবে।
প্রশাসনের সিদ্ধান্তে বলা হয়েছে, জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টসহ যৌথবাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্নসহ অভিযান চলমান থাকবে।
এ ছাড়া, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। সেইসঙ্গে চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার কাজও করা হবে।
সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।