পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আফগান তালেবান অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে, আফগান বাহিনীই চামান সীমান্তে কোনো উসকানি ছাড়াই গুলিবর্ষণ শুরু করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির বাহিনী সতর্ক অবস্থানে আছে।

এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের শান্তি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। যদিও বৈঠক শেষে উভয়পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছিল।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তান নিয়মিত তাদের আকাশসীমা লঙ্ঘন করছে।

গত অক্টোবরে বড় ধরনের সংঘর্ষের পর তুরস্ক ও কাতার মধ্যস্থতা করে দুই পক্ষকে আলোচনায় বসিয়েছিল।

তথ্যসূত্র: রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর