পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয়ে ইতিহাস গড়লো নিগার সুলতানারা। ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাঁহাতি ওপেনার রুবিয়া হায়দার। শুরু থেকে শেষ পর্যন্ত শান্ত ইনিংস খেলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। ৭৭ বলের ইনিংসে আসে ৮টি চার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩) এবং তরুণ ব্যাটার সোবহানা মোস্তারী (২৪) তাকে কার্যকর সঙ্গ দেন। বিশেষ করে নিগারের সঙ্গে রুবিয়ার ৬২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এর আগে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন বাংলাদেশের বোলাররা। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুটি উইকেট হারায় পাকিস্তান। তরুণ পেসার মারুফা আক্তার ফিরিয়ে দেন সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।

স্পিনার শর্না আক্তার ছিলেন সবচেয়ে মারাত্মক। মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। মারুফা ও নাহিদা দুটি করে এবং রাবেয়া, ফাহিমা ও নিশিতা একটি করে উইকেট শিকার করেন। পাকিস্তান গুটিয়ে যায় ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। ফাতিমা সানা ২২ ও ডায়ানা বেগ করেন ১৬ রান। তবে দলকে লড়াইয়ের মতো স্কোরে নিতে তা যথেষ্ট হয়নি।

বাংলাদেশের এই জয়ে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দলীয় সমন্বয়। শুরুতে বোলারদের দাপটের পর ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসে সহজ জয় নিশ্চিত হয়। এই জয় শুধু বিশ্বকাপ অভিযানের সূচনাতেই নয়, বরং সামনের পথচলায়ও আত্মবিশ্বাস যোগাবে নিগার সুলতানাদের।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১২৯ (৩৮.৩ ওভারে) — রামিন শামিম ২৩, ফাতিমা সানা ২২; শর্না আক্তার ৩-৫
বাংলাদেশ ১৩৩/৩ (৩১.১ ওভারে) — রুবিয়া হায়দার ৫৪*, সোবহানা মোস্তারী ২৪; ফাতিমা সানা ১-২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর